Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বন্যায় কবলিত কবাখালি ইউনিয়ন
Details

গত রবিবার থেমে থেমে বৃষ্টিতে মঙ্গলবার থেকে প্রবলভাবে বৃষ্টি হয়ে তা আজ দুপুরনাগাদ বন্যায় রূপধারণ করে কবাখালি ইউনিয়নের পাবলাখালি, কবাখালি এবং তারাবনিয়ার মৌজার কৃষিচাষের ধানের জমি পানিতে তলিয়ে গেছে। দিঘীনালা উপজেলা কবাখালি তিনটি মৌজা ধান চাষের জন্য বিখ্যাত ফলে আমন ও বরো চাষের বিশাল ক্ষতি হতে পারে। এছাড়া বাড়িঘরও পানিতে তলিয়ে গেছে আজ বিকাল দিকে এর কোন উন্নতি না হলে এর অনেক ক্ষতি হতে পারে। তবে বৃষ্টি থেমে গেছে মানুষ জন আজ বাতের বন্যায় রূপ বাড়তে পারে আশংঙ্খায় আশ্রয়ের জন্য অন্যত্র ছড়িয়ে যাচ্ছে।

Images
Attachments